প্রশ্ন:- আমার উপর হজ ফরজ কিন্তু আমার সাথে যাওয়ার মত কোন মাহরাম পুরুষ নাই। এমতাবস্থায় কি আমি হজে বদল করতে পারবো কি না?

উত্তর:- শরীয়তের বিধান অনুযায়ী কোন মহিলার হজ আদায় ওয়াজিব হওয়ার জন্য নেসাব পরিমাণ থাকার সাথে সাথে  মাহরাম পুরুষের উপস্থিত থাকা অত্যাবশ্যক। অন্যথায় তার উপর হজ আদায় আবশ্যক হবে না।

তাই প্রশ্নোক্ত সুরতে মাহরাম পুরুষ থাকার কারণে কেবল সম্পদের কারণে তার উপর হজ আদায় আবশ্যক হবে না।

 

সহিহ বুখারী – ১/২৫১; আল হিদায়া – ১/২৩২; ফাতাওয়া কাজিখান – ১৭৩; ফাতাওয়া উসমানি- ২/২০১; এমদাদুল ফাতাওয়া– ২/১৮৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *