প্রশ্ন: আমার একটি দোকান ভাড়া দিয়েছি। ভাড়ার এডভান্সড হিসেবে দুই লক্ষ টাকা ভাড়াটিয়া থেকে নিয়েছি। প্রতি মাসে তা থেকে একটি অংশ ভাড়া হিসেবে কেটে রাখি। জানার বিষয় হলো, বছরান্তে এই দুই লক্ষ টাকার যাকাত আমাকে আদায় করতে হবে কি না?

উত্তর: এডভান্সড হিসেবে গৃহীত টাকা অগ্রীম ভাড়া হিসেবে গণ্য হবে। টাকার মালিক আপনি বিবেচিত হবেন। বিধায় আপনাকে সেই দুই লক্ষ টাকার যাকাত দিতে হবে। তবে যদি নিছক সিকিউরিটি হিসেবে টাকা নেওয়া হয় এবং চুক্তি শেষে ফেরত দিতে হয় তাহলে সেই টাকা আপনার কাছে আমানত হিসেবে থাকবে। আপনাকে তার যাকাত দিতে হবে না। মূল মালিকের উপর যাকাতের দায়িত্ব বর্তাবে।

, বাদায়েউস সানায়ে- ২/১০, মাবসূত সারাখসী- ২/১৯৭, আলমুহীতুল বুরহানী- ২/৩০৫)।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *