উত্তর: এডভান্সড হিসেবে গৃহীত টাকা অগ্রীম ভাড়া হিসেবে গণ্য হবে। টাকার মালিক আপনি বিবেচিত হবেন। বিধায় আপনাকে সেই দুই লক্ষ টাকার যাকাত দিতে হবে। তবে যদি নিছক সিকিউরিটি হিসেবে টাকা নেওয়া হয় এবং চুক্তি শেষে ফেরত দিতে হয় তাহলে সেই টাকা আপনার কাছে আমানত হিসেবে থাকবে। আপনাকে তার যাকাত দিতে হবে না। মূল মালিকের উপর যাকাতের দায়িত্ব বর্তাবে।
, বাদায়েউস সানায়ে- ২/১০, মাবসূত সারাখসী- ২/১৯৭, আলমুহীতুল বুরহানী- ২/৩০৫)।
Leave Your Comments