উত্তর :- যাকাত ওয়াজিব হওয়ার শর্ত হলো মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়ার পর নেসাব পরিমাণ অর্থ সম্পদ জমা থাকা।
প্রশ্নোক্ত সুরতে উক্ত ঘর আপনার চাহিদার অতিরিক্ত না হওয়ায় তার উপর যাকাত ওয়াজিব হবে না।
দুররুল মুহতার – ২/২৬২; ফাতাওয়া হিন্দিয়া – ১/২২৪; কিফায়াতুল মুফতি – ৬/১৫৪।
Leave Your Comments