প্রশ্ন:- আমার চাচা ওমরা করে এসেছে। ‍কিন্তু আরাফায় অবস্থান করেনি। তার ওমরা আদায় হয়েছে কি ?

উত্তর :- ওমরায় আরাফায় অবস্থান সুন্নাত। যা ছুটে যাওযার দ্বারা ওমরার কোন ক্ষতি হয় না।

তাই প্রশ্নোক্ত ব্যক্তির ওমরা আদায় সহিহ হয়ে গেছে।

 

হাশিয়া ইবনে আবেদিন – ৩/৫১৭; আল ফিকহুল হানাফি – ১/৪৬৭; ফাতাওয়া তাতারখানিয়া – ৩/৬১৫; রাফাআত কাসেমি , মাসায়েলে ওমরা – পৃ. ১৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *