উত্তর: ইসলামী আকীদা বিশ্বাস অনুযায়ী অকাট্যভাবে প্রমাণিত কোন বিধান অস্বীকার বা ঠাট্টা – বিদ্রুপ করার দ্বারাও ঈমান চলে যায়। তবে অমান্য করার দ্বারা ঈমান না গেলেও মারাত্মক গুনাহগার হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তি যদি হারামকে হারাম মনে করে। কিন্তু কারণ বশত, হারামের বৈধতা দেয়, তাহলে তাকে কাফের বলা যাবে না, তবে অবশ্যই ফাসেক বলা হবে, আর যদি হারামকে হালাল মনে করে বৈধতা দেয় তাহলে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে।
সুরা মায়েদা – ৪৪, খুলাসাতুল ফাতাওয়া ৪-৩৩১, ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ২-৩৭২,
Leave Your Comments