প্রশ্ন: আমার জানার বিষয় হলো, বিবাহের সময় বর ও কনে উভয়ই মেহেদি লাগিয়ে থাকে, শরীয়তের দৃষ্টিতে মেহেদি লাগানোর হুকুম কি?

উত্তর: শরয়ী দৃষ্টিতে পুরুষের জন্য মেহেদী ইত্যাদি হাতে-পায়ে ব্যবহার করা মাকরূহ তবে মহিলাদের জন্য সুন্নাত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মহিলাদের জন্য সর্বাবস্থায় হাত-পা ও অন্যান্য অঙ্গের মধ্যে মেহেদী ব্যবহার করা জায়েয আছে। আর পুরুষদেও জন্য চুল ও দাড়ি ছাড়া অন্য কোন অঙ্গে কোন অবস্থায় ব্যবহার করা জায়েয নাই।

 

আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ৬-৪২২, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৫-৩৫৯, আপকে মাসায়েল আওর উনকা হল ৮-৩৭৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *