উত্তর: শরয়ী দৃষ্টিতে যাকাতের টাকা যাকাতের হকদারকে শরীয়ত সম্মতভাবে হস্তান্তর করে মালিক বানিয়ে দেয়া জরুরী।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যাকাতের টাকা থেকে উত্তোলনকারী কমিশন দেওয়া যাবে না। তবে বেতনভুক্ত কর্মচারীকে সাধারণ ফান্ড থেকে পুরস্কার স্বরুপ কমিশন, ভাতা ইত্যাদি দেয়া যেতে পারে।
আদ্দুররুল মুখতার ৬-৫৭, বাহরুর রায়েক ৭-৫০৭, যাকাত কী মাসায়েল ইন্সাইক্লোপিডিয়া ৩৭৯,
Leave Your Comments