উত্তর: শরয়ী দৃষ্টিতে নেসাব পরিমাণ সম্পদ নিত্য প্রয়োজন অতিরিক্ত হলে তার উপর যাকাত ওয়াজিব।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু ব্যবসায়িক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় তাই তার মূল্য নেসাব পরিমাণ হলেও তাতে যাকাত ওয়াজিব হবে না। তবে এর থেকে উপার্জিত অর্থ নেসাব পরিমাণ হলে বছরান্তে যাকাত ওয়াজিব হবে।
রদ্দুল মুহতার ৩-২১৩, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১-২৩৪, ইমদাদুল ফাতাওয়া ২-৭২
Leave Your Comments