প্রশ্ন:- আমার দাদা গতবছর মারা গেছে। এবছর আমার বাবা দাদার নামে কোরবানী করতে চায়। জানার বিষয় হল মৃত ব্যক্তির নামে কোরবানী কবরা জায়েয আছে কী?

উত্তর:-মৃত ব্যক্তির নামে কোরবানী করা জায়েয আছে। 

-বাদায়েয়ুস সানায়ে ২/২৯২২২,আল ফিকহুল ইসলামী ২/৬৩১, আপকে মাসায়েল ৫/৪২৯,কিফায়াতুল মুফতী ১২/১১০

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *