প্রশ্ন:- আমার পালিত ছাগলের মূল্য বিশ হাজার। জানার বিষয় হলো, দশ হাজার টাকার ছাগল কুরবানি করার সওয়াব বেশী নাকি বিশ হাজার ছাগল কুরবানি করার সওয়াব বেশী?

উত্তর :- কুরবানির ক্ষেত্রে মোটাতাজা পশু নির্বাচন করাই উত্তম। তাই সংখ্যা বাড়িয়ে দূর্বল পশু কুরবানি না করাই উত্তম।

 

ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৪৯; ফাতাওয়া কাজিখান – ৩/২৪৬; ফাতাওয়া বাযযাযিয়া – ৩/৩৫৮; ফাতাওয়া মাহমুদিয়া – ১৭/৩৩৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *