উত্তর :- প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার জন্য বিক্রেতার কাছে ঐ আমের ক্ষতিপূরণ দাবি করা জায়েয হবে না। কেননা, আপনার প্রতিবেশী ব্যবসায়ী আপনার পক্ষ থেকে আম কিনে তা বুঝে নিয়েছে। পরবর্তীতে আপনি আমগুলো পাঠানোর জন্য বিক্রেতার কাছে সহযোগিতা চেয়েছেন এবং সে তার দায়িত্বও যথাযথ পালন করেছে। এক্ষেত্রে পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কারণে যে ক্ষতি হয়েছে তার দায়ভার আড়তদারের উপর বর্তাবে না; বরং ক্ষতি আপনার নিজেরই ধর্তব্য হবে।
আলমুহীতুল বুরহানী ১৫/৫৮; মুখতারাতুন নাওয়াযিল ৪/১৬৫; ফাতাওয়া তাতারখানিয়া ১২/৩২৯; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/৪৮০; আদ্দুররুল মুখতার ৫/৫১৬
Leave Your Comments