উত্তর :- সর্বাবস্থায়ই পবিত্র কুরআনের সম্মান বজায় রাখা জরুরী। তাই তার ফাটা, ছেড়া পৃষ্ঠাগুলোও যথাযথভাবে হেফাজত করা জরুরী।
তাই একান্ত পড়ার অনুপযুক্ত হয়ে গেলে তা
এক. মাটির নিচের পুঁতে রাখবে।
দুই. নির্দিষ্ট স্থানে পুড়িয়ে তার ছাইগুলো নদী বা সমুদ্রে ফেলে দিবে।
তবে, প্রথমটাই উত্তম।
ফাতাওয়া শামি – ২/১৬; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৭৫; এমদাদুল ফাতাওয়া – ৪/৫৬; আহসানুল ফাতাওয়া – ৮/১৪।
Leave Your Comments