প্রশ্ন:-আমার মামানীর কাছে হজে যাওয়ার নেসাব পরিমাণ টাকা আছে এবং তিনি শারিরীকভাবেও সক্ষমতা রাখেন। কিন্তু সমস্যা হল তার এমন কোন মাহরাম নেই যাকে সাথে নিয়ে যাবেন। জানার বিষয় এমতাবস্থায় তিনি মাহরাম ব্যতীত একাকী হজে যেতে পারবেন কিনা?

উত্তর:-মা বোনদের সার্বিক নিরাপত্তা ও সুবিধার কথা চিন্তা করে শরীয়ায়ে ইসলামিয়া হজ ফরজ হওয়ার জন্য মাহরামের শর্তকে যুক্ত করেছে। যদি কোন মহিলার মাহরামের ব্যবস্থা না থাকে তাহলে একাকী হজ করার প্রয়োজনও নেই অনুমোদনও নেই।

সুতরাং আপনার মামানীর যেহেতু মাহরামের ব্যবস্থা নেই তাই তিনি মাহরাম ব্যতীত একাকী হজে যেতে পারবে না।

-মুসলিম শরীফ ১/৪৩৩,বাদায়েয়ুস সানায়ে ৩/৪৭,বাহরুর রায়েক ২/৫৫১,আপকা মাসায়েল আওর উনকা হল ৫/২৯৭.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *