প্রশ্ন:- আমার শরীরে চুলকানি হয়েছে চুলকানোর পর প্রায়ই এক ধরনের আঠালো পানি বের হয়ে কাপড়ে লেগে যায় । এখন আমার করনীয় কি?

প্রশ্ন:- আমার শরীরে চুলকানি হয়েছে চুলকানোর পর প্রায়ই এক ধরনের আঠালো পানি বের হয়ে কাপড়ে লেগে যায় । এখন আমার করনীয় কি?

উত্তর:- শরীর হতে নির্গত প্রবাহিত রক্ত বা পানি নাপাক ওযু ভঙ্গকারী ।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যক্তির চুলকানোর পর নির্গত আঠালো প্রবাহিত পানি নাপাক ওযু ভঙ্গকারী।

 

দলিল সমুহ:-

١-المعاني الناقضة للوضوء كل ما خرج من السبيلين والدم والقيح الصديد  إذا خرج من البدن فتجاوز إلى موضع يلحقه حكم التطهير.

» مختصر القدوري،الصفحة٤ ،(الأقصي لائبريرية)

 

٢-بخلاف نحو الدم والقيح ولذا أطلقوا في الخارج من غير السبيلين كالدم والقيح والصديد أنه ينقض الوضوء ولم يشترطوا سواء التجاور إلى موضع يلحقه حكم التطهير .

»رد المحتار المجلد ١، الصفحة٣٠٥،(مكتبة الأزهر)

 

٣-الاعيان الخارجة من النفطة كلها مثل الدم والقيح والصديد والماء سواء تنتقض الطهارة بالكل إذا سأل.

» المحيط البرهاني، المجلد١، الصفحة ١٩٤، (إدارة القران)

 

٤-اگر وہ پانی اپنی جگہ سے سے بہہ جائے تو ناقص بھی ہے اور جس کپڑے پر لگ جائے وہ بھی نجس ہو جائے گا۔

» فتاوی محمدیہ، جلد ۵، صفحہ ٦١-٦٢ (دار الإفتاء)

 

আরো দেখুন:-

★ ফাতাওয়া খাজিখান খন্ড:০১ পৃষ্ঠা:২৫ (ইত্তিহাদ)

★আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু খন্ড:০১ পৃষ্ঠা:২৭২ (আল হুদা)

★ ফাতাওয়া হিন্দিয়া খন্ড:০১ পৃষ্ঠা:৬১

 

উত্তর প্রদানে :-

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী

প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।

খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *