উত্তর: প্রশ্নোক্ত সূরতে ব্যাংকে জমা রাখা স্বর্ণের উপর যাকাত ফরয হবে। কেননা ব্যাংকে রাখা স্বর্ণের উপর আপনার পরিপূর্ণ মালিকানা রয়েছে। আর সম্পদে পরিপূর্ণ মলিকানা থাকলে বছরান্তে যাকাত ফরয হয়।
সুনানুল কুবরা বায়হাকি, বর্ণনা- ৭৬২০, কিতাবুল আছল- ২/৯৭, মাবসূত সারাখসী- ২/১৯৫)।
Leave Your Comments