প্রশ্ন:- আমার হজ ও ওমরা আদায় করার খুব ইচ্ছা। কিন্তু আর্থিক সঙ্গতি না থাকার কারণে যেতে পারছি না। জানার বিষয় হলো আমি কি কর্জ করে হজ বা ওমরা আদায় করতে পারবো?

উত্তর :- সহজভাবে ঋণ পরিশোধের সুযোগ থাকলে ঋণ করে হজ বা ওমরা আদায় করার অনুমতি আছে।

 

আদ দুররুল মুখতার – ২/৪৬২; রদ্দুল মুহতার – ২/৪৬২; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/২৯৭;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *