উত্তর : রমাযানের রোযা রেখে মাথাব্যথা বা কোমর ব্যথার জন্য ভিকস, বাম অথবা নিক্স জাতিয় ঔষধ ব্যবহার করতে পারবেন, এতে রোযার কোনো সমস্যা হবে না। শরীরের ত্বকে তেল বা ঔষধ ব্যবহার করলে সরাসরি পাকস্থলীতে যায় না। যা রোযা ভাঙার মূল কারণ।
বাদায়েউস সানায়ে-২/৯৩, হিদায়া-১/১২০, রদ্দুল মুহতার-২/৩৯৬।
Leave Your Comments