উত্তর
হাঁ, প্রশ্নোক্ত অবস্থায় মোবাইল সেটটির মূল্য আপনার আদায় করে দেওয়া জরুরি। এক্ষেত্রে উক্ত গরিব লোকটি যেহেতু পণ্যটি বিক্রি করে ফেলেছে তাই তার থেকে সেটি বা এর মূল্য চাওয়া যাবে না। গরিব লোকটির টাকা আপনার পক্ষ থেকে সাদকা হিসাবে গণ্য হবে। এর সওয়াব আপনি পাবেন।
-কিতাবুল আছল ৯/৫০৬; আলমাবসূত, সারাখসী ১১/৩; তাবয়ীনুল হাকায়েক ৪/২১৬; আলইখতিয়ার ২/৪৯২; মাজমাউল আনহুর ২/৫২৬; আদ্দুররুল মুখতার ৪/২৮০
Leave Your Comments