উত্তর : রমাযানের রোযা রেখে এনজিওগ্রাম করার কারণে আপনার রোযা ভঙ্গ হয়নি। কেননা, উক্ত ক্যাথেটার রগের ভেতর দিয়ে নির্দিষ্ট স্থানে গিয়েছে। পাকস্থলীতে যায়নি এবং যাওয়ার সম্ভাবনাও নেই। তাই রোযাও ভাঙবে না। রোযা ভাঙতে হলে পাকস্থলীতে যেতে হবে বা প্রবল সম্ভাবনা থাকতে হবে। যা এখানে অনুপস্থিত। (বাদায়েউস সানায়ে- ২/৯৩, হিদায়া- ১/১২০, রদ্দুল মুহতার- ২/৩৯৬)।
Leave Your Comments