উত্তর :- প্রশ্নে বর্ণিত হোমিওপ্যাথিক ঔষধ জিহ্বার মাধ্যমেই রক্তে মিশে গেলে এবং পেট বা মস্তিষ্কে না পৌঁছালে তা দ্বারা রোযা নষ্ট হবে না। আর ওযরের কারণে হলে মাকরূহও হবে না।সুতরাং রোযা রেখে রোগীরা এ জাতীয় ঔষধ ব্যবহার করতে পারবে। তবে কোনভাবে যদি কণ্ঠনালীতে পৌঁছে যায়, তাহলে রোযা নষ্ট হয়ে যাবে।
কিতাবুল আছল- ২/১৭৩, মাবসূত সারাখসী- ৩/১০০, বাদায়েউস সানায়ে- ২/৯৩, রদ্দুল মুহতার- ২/৪০০।
Leave Your Comments