উত্তর : প্রশ্নে বর্ণিত হোমিওপ্যাথিক ঔষধ জিহ্বার মাধ্যমেই রক্তে মিশে যায়, পেট বা মস্তিষ্কে পৌঁছে না; তাই এর দ্বারা রোযাও নষ্ট হবে না। আর ওযরের কারণে জিহ্বায় এ ঔষধ সেবন করার কারণে মাকরূহও হবে না। সুতরাং রোযা রেখে রোগীরা এ জাতীয় ঔষধ ব্যবহার করতে পারবে। তবে কোনভাবে যদি কন্ঠনালীতে পৌঁছে যায়, তাহলে রোযা নষ্ট হয়ে যাবে।
কিতাবুল আছল- ২/১৭৩, মাবসূত সারাখসী- ৩/১০০, বাদায়েউস সানায়ে- ২/৯৩, রদ্দুল মুহতার- ২/৪০০।
Leave Your Comments