প্রশ্ন:-  আমি একবার রমাযানের রোযা কাযা আছে মনে করে কাযার নিয়তে একদিন রোযা রাখলাম। দুপুর বেলা আমার নিশ্চিতভাবে মনে পড়লো যে, আমার কোনো রোযা কাযা নেই। ততক্ষণাৎ আমি রোযা ভেঙে ফেললাম। জানার বিষয় হলো, এতে কি আমার উপর সেদিনের রোযা কাযা করা ওয়াজিব হয়েছে?

উত্তর :- প্রশ্নোক্ত সূরতে আপনার রোযাটি মূলত নফল ছিলো। তাই সে রোযা ভাঙার কারণে আপনার উপর সেদিনের রোযার কাযা ওয়াজিব হয়নি। তবে সে রোযাটি কাযা করা উত্তম।

 

কিতাবুল আছল- ২/১৬৩, মাবসূত সারাখসী- ৩/৮১, বাদায়েউস সানায়ে- ২/১০৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *