প্রশ্ন : আমি কিছুদিন পূর্বে রোযাবস্থায় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছি, জানার বিষয় হলো, আমার রোযা আদায় হয়েছে, নাকি আবার কাযা করতে হবে?

উত্তর : রোযা রেখে যে কোন ধরনের টিকা, ইনজেকশন; চাই তা শিরায় দেয়া হোক কিংবা চামড়ায় বা মাংসে, রোযা ভাঙবে না এবং এটাই অধিকাংশ উলামায়ে কেরামের মত। (বাদায়েউস সানায়ে- ২/৯৩, রদ্দুল মুহতার- ২/৩৯৫, ইমদাদুল ফাতাওয়া- ২/১৪৫)।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *