প্রশ্ন আমি কিছুদিন পূর্বে আমার এক পরিচিত ব্যক্তিকে একটি মধ্যম ধরনের গরু পালতে দিই। প্রথমে গরুটি বাজারে উঠাই। যে দাম ওঠে ঐ দাম ধরে তাকে দিই। যখন গরুটি বড় হবে তখন তা বিক্রি করে ঐ বাজারমূল্য আমি পাব। বাকি যা লাভ হবে তা আমাদের মাঝে সমানভাবে বণ্টিত হবে। হুজুরের নিকট জানতে চাচ্ছি, আমাদের উক্ত চুক্তি কি শরীয়তসম্মত হয়েছে?

উত্তর

না, আপনাদের উক্ত চুক্তি বৈধ হয়নি। গরু লালন-পালনের বিনিময়ে এভাবে অতিরিক্ত মূল্য ভাগাভাগির চুক্তি করা সহীহ নয়। উক্ত চুক্তি বাতিল করে দিতে হবে। এরপর জায়েয পন্থায় করতে চাইলে, ঐ ব্যক্তির গরু পালার জন্য মাসিক বা বাৎসরিক বেতন নির্ধারণ করে দিতে হবে।

আর গরুর খাবার, ঔষধ ইত্যাদির জন্য যা খরচ হবে তা আপনাকে দিতে হবে। এক্ষেত্রে পুরো গরুর মালিক আপনিই থাকবেন। সুতরাং সেটি বিক্রি করলে পূর্ণ মূল্যই আপনার প্রাপ্য। আর লালন-পালনকারী তার নির্ধারিত পারিশ্রমিক পাবে।

 

 

-ফাতাওয়া খানিয়া ২/৩৩০; বাদায়েউস সানায়ে ৪/১৭; ফাতাওয়া বাযযাযিয়া ৫/৩৭; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৭; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৩৫

 

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *