প্রশ্ন : আমি সাধারণত: টেপের নিচে মগ রেখে অযু করি। যাতে অযুর ব্যবহৃত পানির ছিঁটা গায়ে না পড়ে। মুখ হাত ধৌত করে মাথা মাসাহ করার পর মগটা পানিতে ভরে যায়। সেই পানি ফেলে দিতে আমার মায়া লাগে। এখন আমি কি সেই পনি দিয়ে পা ধৌত করতে পারবো? জানিয়ে বধিত করবেন।

উত্তর : আপনি যে পানি দিয়ে অযু করার কথা উল্লেখ করেছেন তা মায়ে মুসতামাল অর্থাৎ ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি দিয়ে অযু করলে বা অযুর কোনো অঙ্গ ধৌত করলে অযু শুদ্ধ হবে না। অতএব, আপনি সেই পানি দিয়ে পা ধৌত করতে পারবেন না। ধৌত করলে অযু শুদ্ধ হবে না। যদি কখনো এভাবে করে সেই অযু দিয়ে নামায আদায় করে থাকেন, তাহলে সেই নামায পুনরায় পড়তে হবে। (শরহু মুখতাসারিত তাহাবী- ১/২২৯, মাবসূত সারাখসী- ১/৪৬, বাদায়েউস সানায়ে-১/৫)।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *