উত্তর : আপনি যে পানি দিয়ে অযু করার কথা উল্লেখ করেছেন তা মায়ে মুসতামাল অর্থাৎ ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি দিয়ে অযু করলে বা অযুর কোনো অঙ্গ ধৌত করলে অযু শুদ্ধ হবে না। অতএব, আপনি সেই পানি দিয়ে পা ধৌত করতে পারবেন না। ধৌত করলে অযু শুদ্ধ হবে না। যদি কখনো এভাবে করে অযু সেই অযু দিয়ে নামায আদায় করে থাকেন, তাহলে সেই নামায পুনরায় পড়তে হবে।
শরহু মুখতাসারিত তাহাবী- ১/২২৯, মাবসূত সারাখসী- ১/৪৬, বাদায়েউস সানায়ে- ১/৫ পৃষ্ঠা)।
Leave Your Comments