প্রশ্ন: ইচ্ছাকৃতভাবে ড্রাইভার কোন ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে দিলে রাষ্ট্রের সরকার তাকে বা তার পরিবারকে ৩০,০০০ টাকা দিয়ে দিলো এবং বলল ড্রাইভারকে অতি শীঘ্রই শাস্তি দেওয়া হবে। তাহলে কি উক্ত ৩০,০০০ এর বিনিময়ে তার দিয়্যত যথেষ্ট হবে?

উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী ইচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটায় এমন বস্তু দ্বারা কাউকে আঘাত করার দায়ে মৃত্যুদন্ড আসে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি ড্রাইভার ইচ্ছাকৃত ভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করে তাহলে তার ওপর কিসাস আসবে। আর যদি অনিচ্ছাকৃত ভাবে গাড়িতে চাপা পড়ে তাহলে দিয়্যত আসবে। আর দিয়্যতের পরিমাণ হল একশত উট বা তার সমপরিমাণ টাকা বা সম্পদ।

মুলতাকিল আবহার মাআ মাজমায়িল আনহার ৪/৩৪০, বাহরুর রায়েক ৯/৭৬, ফাতাওয়ায়ে রাহমানি ৩/৫৪৪

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *