উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী ইচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটায় এমন বস্তু দ্বারা কাউকে আঘাত করার দায়ে মৃত্যুদন্ড আসে। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি ড্রাইভার ইচ্ছাকৃত ভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করে তাহলে তার ওপর কিসাস আসবে। আর যদি অনিচ্ছাকৃত ভাবে গাড়িতে চাপা পড়ে তাহলে দিয়্যত আসবে। আর দিয়্যতের পরিমাণ হল একশত উট বা তার সমপরিমাণ টাকা বা সম্পদ।
মুলতাকিল আবহার মাআ মাজমায়িল আনহার ৪/৩৪০, বাহরুর রায়েক ৯/৭৬, ফাতাওয়ায়ে রাহমানি ৩/৫৪৪
Leave Your Comments