প্রশ্ন :- ই’তিকাফ কারী ব্যক্তি সিগারেট খাওয়ার জন্য মসজিদ হতে দূরে কোথাও যেতে পারবে কি না?

উত্তর:- ইতিকাফকারীর জন্য শরীয়ত সমর্থিত ওজর ব্যতিত অন্য কোন  কারণে মসজিদ হতে বের হতে পারবে না।

বিধায়, প্রচণ্ড নেশায় আসক্ত ব্যক্তির জন্যও ই’তিকাফরত অবস্থায় সিগারেট খাওয়ার জন্য মসজিদ হতে বের হওয়ার অনুমতি নেই।

উল্লেখ্য, ধুমপান অবশ্যই বর্জনযোগ্য একটি বাজে নেশা।

 

আদ দুররুল মুখতার – ২/৪৪৪। আল বাহরুর রায়েক – ২/৫২৭। কিফায়াতুল মুফতি – ৬/৪০৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *