উত্তর: শরীয়তের মূলনীতি অনুযায়ী যদি কোন ব্যক্তি ধর্মীয় কাজকে নিজের পেশা বানিয়ে নেয় বা ধর্মীয় কাজের জন্য সময় নির্ধারণ করে নেয়, তাহলে তার বিনিময়ে পারিশ্রমিক নেয়া বৈধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যদি কোন ব্যক্তি ইসলামী সংগীত পরিবেশন করা বা ওয়াজ নসিহত করা ইত্যাদিকে নিজ পেশা বানিয়ে নেয় তাহলে এগুলোর মাধ্যমে উপার্জন করা বৈধ।
রদ্দুল মুহতার ৬-৫৫, ফাকহুল কাদীর ৯-৫৮, আহসানুল ফাতাওয়া ৭-৩০০
Leave Your Comments