উত্তর :- যে কোন নামাযে অনিচ্ছাকৃতভাবে ওয়াজিব ছুটে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব হয়। তবে, বিশৃংখলা ও ফেৎনা হওয়ার সম্ভাবনার কারণে ঈদ ও জুমআর নামায এক্ষেত্রে স্বতন্ত্র। অর্থাৎ, এ উভয়টার সাজদায়ে সাহু না দিলেও নামায সহিহ হয়ে যাবে।
তাই ঈদের নামাযে অতিরিক্ত তাকবীরগুলো ছুটে গেলেও সাজদায়ে সাহু করতে হবে না। নামায সহিহ হয়ে যাবে।
আদ দুররুল মুহতার – ২/৯২; হাশিয়াতুত তাহতাভী – পৃ. ৪৬৫। বাদায়েউস সানায়ে’ ১/৫২২। কিতাবুল ফাতাওয়া – ১/৬৭।
Leave Your Comments