প্রশ্ন:- ঈদের নামাযে কোন ব্যক্তি ইমামকে তাশাহহুদ অবস্থায় পাইলে সে বাকি নামায কীভাবে আদায় করবে?

উত্তর :- ইদের নামাযের বিধান অন্যান্য নামাযের বিধানের মতই। তাই একজন মুসল্লি তখনই কোন রাকাত পেয়েছেন বলে ধরা হবে যখন তিনি ইমামকে কমপক্ষে রুকুতে পান।

 

তাই কোন ব্যক্তি ইমামকে তাশাহহুদ অবস্থায় পাইলে তিনি কোন জামাত পেয়েছেন বলে হবে। তবে তিনি কোন রাকাত পাননি। বিধায় ইমামের সালাম ফিরানোর পর উক্ত ব্যক্তি দাড়িয়ে দু’রাকাতই অতিরিক্ত তাকবীরসহকারে আদায় করবেন।

 

ফাতাওয়া  হিন্দিয়া – ১/২১২; আল বাহরুর রায়েক – ২/২৮২; বাদায়েউস সানায়ে’ ২/২৪৬; আহসানুল ফাতাওয়া – ৪/১৪৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *