প্রশ্ন: উন্নত জীবন যাপনের আশায় দারুল হরব/মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত এমন কোন রাষ্ট্র/অঞ্চলে মুসলিমদের জন্য বসবাস করার বিধান কি? বসবাসকারীদের জীবনের নিরাপত্তা কি মুসলিম বাহিনীর উপর আসবে? মুসলিমদের কোন ধরণের হামলায়/আক্রমনে তাদের কেউ মারা গেলে মুসলিম বাহিনীর উপর কোন ধরণের শরয়ী বিধান আসবে কি না? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।

উত্তর: শরয়ী দৃষ্টিতে নিরাপত্তা চুক্তি দ্বারা মুসলমানদের জন্য কাফেরদের জান মাল এবং কাফেরদের জন্য মুসলমানদের জান মাল হারাম হয়ে যায়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মুসলমানরা যদি নিরাপত্তা নিয়ে দারুল হরবে যায়। তাহলে তাদের জন্য কাফেরদের জান মালের ক্ষতি করা বৈধ হবে না। করলে তাতে হদ বা জরিমানা আবশ্যক হবে। তবে মুসিলম বাহিনীর উপর শরয়ী কোন বিধান আসবে না।

 

আল বাহরুর রায়েক ৫-১১৭, আল বায়ানাহ ৯-২৬১, আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ৩-৬৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *