প্রশ্ন:- কোন মুসলমান কুরআন হাদিসের ফায়সালা গ্রহণ না করে অমুসলিমদের আদালতের ফায়সালা গ্রহণ করতে পারবে কি না?

উত্তর:- মুসলমানদের জীবন যাত্রা পরিচালনা ও তাদের মাঝে দ্বন্ধ বিবাদ সমাধানের জন্য কুরআন ও সুন্নাহ অনুযায়ী মুসলিম বিচারকের একান্ত প্রয়োজন। কারণ অনেক বিবাদ এমন রয়েছে যা ইসলামি ফায়সালা ছাড়া সমাধান দেওয়া সম্ভব নয়।

বিধায়, মুসলমানদের জন্য ধর্মীয় বিষয়াবলীতে অনৈসলামিক আদালতের ফায়সালা গ্রহণ না করে কুরআন সুন্নাহর সমাধান গ্রহণ করা অত্যাবশ্যক।

 

সুরা নিসা – ১৪১। রদ্দুল মুহতার-  ১/৫৪৮। আল বাহরুর রায়েক- ৬/৪৩৬। ফাতাওয়ায়ে তাতারখানিয়া- ১১/৩। কিতাবুল মুফতি- ১১/৩৪২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *