প্রশ্ন: একজন ব্যক্তি আছেন যার খাবার-দাবার এবং সাধারণ সব খরচাদি তার নিজের আয়ের মাধ্যমে হয়ে যায়। খরচ করার পর তার কাছে আর কিছু অবশিষ্ট থাকে না। এমন ব্যক্তির জন্য ঘর বাড়ির উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য করার জন্য যাকাত গ্রহণ করা জায়েয হবে কি না?

উত্তর: যাকাতের নেসাবের মালিক না হলে যাকাত গ্রহণ করা যাবে। তবে স্বচ্ছল ব্যক্তিদের যাকাত গ্রহণ না করাই শ্রেয়। স্বচ্ছলদের উচিত অস্বচ্ছল ব্যক্তিদের যাকাত গ্রহণের জন্য সুযোগ করে দেওয়া।

হিদায়া- ১/১১০, তাবয়ীনুল হাকায়েক- ১/২৯৬, ফাতাওয়া হিন্দিয়া- ১/২৪৯)।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *