উত্তর :- ইসলামি শরীয়তে যেমনিভাবে একটি গরুতে সাতজন শরীক হয়ে কোরবানি করতে পারবে তেমনি একটি গরুতে সাতজন শরীক হয়ে আকিকাও করতে পারবে । তাতে কোন অসুবিধা নাই। তবে একজন বালকের জন্য দুইটি বকরি হওয়া সুন্নাত। সামর্থ্য না থাকলে বালকের আকিকা একটি ছাগল দিয়েও করতে পারবে।
ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৫১; আল বাহরুর রায়েক – ৮/৩১৯; ফাতাওয়া মাহমুদিয়া – ১৭/৫২৩।
Leave Your Comments