প্রশ্ন: একটি গরুতে সাতজন ব্যক্তি শরীক হল, তন্মধ্যে একজন ক্বাযা কুরবানীর নিয়্যাত করল, তাহলে তার হুকুম কি? অন্যদের কুরবানী কি সহীহ হবে? এবং উক্ত ব্যক্তির ক্বাযার নিয়্যাত সহীহ হবে?

উত্তর: প্রশ্নেবর্ণিত সূরতে ৬ জনের কুরবানী সহীহ হবে। আর যে ব্যক্তি কাযার নিয়্যাত করেছে, তা বাতিল হয়ে যাবে এবং তার পক্ষ থেকে নফল বলে গন্য হবে। উক্ত ব্যক্তির জন্য ক্বাযার পরিবর্তে মধ্যম ধরনের একটি বকরীর মূল্য সকদা কর জরুরী।

-রদ্দুল মুহতার-৯/৪৭২, ফাতাওয়ায়ে রহীমিয়্যাহ-২/৮০.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *