প্রশ্ন:- একদা এক ব্যক্তিকে নামাজের দাওয়াত দেওয়া হলে তিনি বললেন যে, আমার কাপড় নাপাক। পাশে থাকা এক লোক বললেন , ভাইজান সমস্যা নেই। কাপড়ের এক কোণ ধোয়ে নিলেই হবে। এখন জানার বিষয় হল , তৃতীয় ব্যক্তির এমন কথা সঠিক কিনা?

প্রশ্ন:- একদা এক ব্যক্তিকে নামাজের দাওয়াত দেওয়া হলে তিনি বললেন যে, আমার কাপড় নাপাক। পাশে থাকা এক লোক বললেন , ভাইজান সমস্যা নেই। কাপড়ের এক কোণ ধোয়ে নিলেই হবে। এখন জানার বিষয় হল , তৃতীয় ব্যক্তির এমন কথা সঠিক কিনা?

উত্তর:- কোনো বস্তুতে নাপাক জিনিস লাগলে ঐ বস্তু শরীয়ত গৃহীত পন্থায় পবিত্র করা জরুরি।
সুতরাং প্রশ্নে বর্ণিত কাপড় সম্পর্কে জনৈক ব্যক্তি যে কথা বলেছেন তা সঠিক নয় বরং উক্ত কাপড় ধৌত করে নিতে হবে।

দলীলসমুহ:-
١-وثيابك فطهّر
»سورة المدّثّر، الآية:٤

٢-عن ابي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: إذا قام أحدكم من الليل فلا يغمس يده في الإنٓاء حتى يغسلها ثلاث مرات فإنه لا يدري أين باتت يده.
» المصنف لابن ابي شيبة،المجلد ٢، الصفحة ٢٦ ،رقم الحديث:١٠٥٣ (شركة دار القبلة مؤسسة علوم القران)

٣-(وعفى) الشارع (عن قدر الدرهم) وان كره تحريما فيجب غسله.
»الدر المختار مع حاشية رد المحتار ،المجلد ١، الصفحة ٥٧١، (مكتبة الازهار)

٤-غسل ثوبا في اجانة ثلاثا طهر إن عصر في كل مرة ، وهو بانقطاع التقاطر بلا شرط صب. القياس شرطه وبه الثاني في العصر واستحسن في الثوب.
»الفتاوى البزازية المجلد ١، الصفحة ١٤، (مكتبة الاتحاد)

٥-سوال:- نجاست غلیظہ کا قطرہ اگر بدن یا کپڑے پر لگ جائے تو نماز ہو جائے گی ؟
جواب: نجاست اگر گر جائے اور ایک روپے کی مقدار سے کم ہو تو نماز ہو جائے گی ، دھو لینا افضل ہے۔
» آپ کے مسائل اور ان کا حل ۔جلد ۳، صفحہ١٦٤-١٦٥

আরো দেখুন:-
★খোলাসাতুল ফাতাওয়া খন্ড:০১ পৃষ্ঠা:৪০,৪৭ (রশিদিয়া)
★ফাতাওয়া কাজিখান খন্ড:০১ পৃষ্ঠা:১৫(মাকতাবাতূল ইত্তিহাদ)
★ফাতাওয়া হিন্দিয়া খন্ড:০১ পৃষ্ঠা:৯৬ (মাকতাবাতুল ইত্তিহাদ)

উত্তর প্রদানে :-
মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী
প্রিন্সিপাল ও প্রধান মুফতি:- জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ, মিরপুর ১১, পল্লবী,ঢাকা ।
খতিব :-সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *