উত্তর :- নামায সহীহ হয়েছে। কারণ উভয় রাকআতে একই সূরা পাঠ করলে নামায ফাসেদ হয় না; তবে ইচ্ছাকৃত এমন করলে মাকরূহ হয়। আর অনিচ্ছায় হলে মাকরূহও হবে না। প্রশ্নোল্লিখিত ইমাম সাহেব যেহেতু অনিচ্ছায় পড়েছেন তাই কারাহাত ব্যতিরেকেই সালাত সহীহ হয়েছে।
সুনানে আবু দাউদ, হাদীস-৮১৬, ফাতহুল কাদীর-১/৩৪৩, ফাতাওয়া বাযযাযিয়া-১/২০।
Leave Your Comments