প্রশ্ন:-একব্যক্তি ইহরাম বাঁধা ছাড়াই হজের যাবতীয় কাজ সম্পাদন করে। জানার বিষয় হল,উক্ত ব্যক্তির হজ সহীহ হবে কী?

উত্তর:- হজ সহীহ হওয়ার জন্য অন্যতম শর্ত হল,ইহরাম বাঁধা। সুতরাং প্রশ্নেবর্নিত ব্যক্তি ইহরাম না বাঁধার কারণে তার হজ শুদ্ধ হবেনা। 

বাদায়েয়ুস সানায়ে ৩/১৪৮,ফাতওয়ায়ে তাতারখানিয়া ৩/৪৬৭,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৮৩,আল মুহিতুল বোরহানী ৩/৩৯৭,আল ফিকহ আলাল মাযাহিবিল আরবায়া ১/৪৯৩,

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *