উত্তর:-হেবা তথা দান শুদ্ধ হওয়ার জন্য দাতার স্বেচ্ছায় দান করা শর্ত। প্রশ্নেবর্ণিত সুরতে যেহেতু সে অর্থই বুঝেনা তাই স্বেচ্ছায় দেয়ার প্রশ্নই উঠেনা। বরং এটা স্বামীর পক্ষ থেকে এক ধরনের প্রতারণা। তাই হেবা সহীহ হবেনা। ফলে মহিলাও তা দিতে বাধ্য নয়।
আদ্দুররুল মুখতার ৮/৪৮৯,ফাতওয়ায়ে সিরাজিয়াহ পৃ-৯৩
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর
খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments