উত্তর:-তালাক পতিত হওয়ার জন্য সুনির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য নেয়া জরুরী। অস্পষ্ট ও অনির্দিষ্টভাবে তালাক দিলে তা পতিত হবেনা। সুতরাং প্রশ্নেবর্নিত মহিলার উপর কোন তালাকই পতিত হবেনা।
আদ্দুররুল মুখতার৩/২৯৪,রদ্দুল মুহতার ( ফাতওয়ায়ে শামী ৩/২৯৪,)বাহরুর রায়েক ৫/৩১৩, ফাতহুল কাদীর ৬/১৮৬.
উত্তর লিখনে- মুফতি মোঃ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতি রওজাতুল উলুম মাদ্রাসা মিরপুর খতীব – সাইন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।
Leave Your Comments