উত্তর :- কারো অনুমতি ব্যতিরেকে তার জন্য কিছু ক্রয় করলে সেটি তার অনুমতির উপর নির্ভরশীল থাকবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত ফোনটি তারেক চাইলে নিতেও পারবে। আবার না চাইলে নাও নিতে পারবে।
আল হিদায়া – ৩/১৮৫ ও ৩/৮৮। মাজমাউল আনহার – ৩/১৩৪। ফাতাওয়ায়ে হাক্কানিয়া – ৬/৯৫।
Leave Your Comments