উত্তর :- একই মূল্যমানের টাকার বিনিময়ে টাকা লেন-দেনের ক্ষেত্রে কম-বেশ করা সুদের অন্তর্ভূক্ত হওয়ায় তা হারাম।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তির লেন-দেন সুদের অন্তর্ভূক্ত হওয়ায় তা অবৈধ।
সুরা বাকারা – ২৭৫; রদ্দুল মুহতার – ৫/১৭৯; আল হিদায়া – ৩/৭৯; এমদাদুল ফাতাওয়া- ৩/৭৬।
Leave Your Comments