প্রশ্ন:- এক ব্যক্তির নিকটে ১০০ টাকার পাচটি নোট আছে। সে পাচটি নোট ব্যংকে জমা দিয়ে নতুন পাচটি নোট নিতে চাইলে ব্যংক থেকে তাকে কিছু টাকা কম দেয়। জানার বিষয় হলো, এমন লেন-দেন বৈধ আছে কি না?

উত্তর :- একই মূল্যমানের টাকার বিনিময়ে টাকা লেন-দেনের ক্ষেত্রে কম-বেশ করা সুদের অন্তর্ভূক্ত হওয়ায় তা হারাম।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তির লেন-দেন  সুদের অন্তর্ভূক্ত হওয়ায় তা অবৈধ।

 

সুরা বাকারা – ২৭৫; রদ্দুল মুহতার – ৫/১৭৯; আল হিদায়া – ৩/৭৯; এমদাদুল ফাতাওয়া- ৩/৭৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *