উত্তর: মলদ্বারের সৃষ্ট নরম গোটা অংশটি যদি পেটের অভ্যন্তর থেকে বের হয় এবং তা পানি দিয়ে ধৌত করে বা কোনো ঔষধ ব্যবহার করে পরিষ্কার না করেই পুনরায় ভিতরে প্রবেশ করানো হয়, তাহলে রোযা ভেঙে যাবে। আর পরিষ্কার করে প্রবেশ করালে রোযা ভাঙবে না। তবে পেটের অভ্যন্তর থেকে বের না হলে রোযা ভঙ্গ হবে না।
ফাতহুল কাদীর- ২/৩৪২, রদ্দুল মুহতার- ২/৩৯৭, হাশীয়াতুত তাহতাবী আলাল মারাকী- ৬৭৬)।
Leave Your Comments