উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু পুঁজি ও কারবার যৌথ নয় এবং শ্রমও যৌথ নয় তাই এক্ষেত্রে লভ্যাংশ বণ্টনের পদ্ধতি সহীহ হয়নি। এক্ষেত্রে ভাড়া চুক্তিই করতে হবে। অর্থাৎ দোকানের ঐ স্পেস ব্যবহারের জন্য সে নির্ধারিত ভাড়া পরিশোধ করবে। আর কম্পিউটার থেকে যা আয় হবে সব ঐ ব্যক্তির হবে। সুতরাং তাদের কর্তব্য, উক্ত চুক্তি বাতিল করে দিয়ে সহীহভাবে ভাড়া চুক্তি করা।
-কিতাবুল আছল ৪/১৪২; আযযাখীরাতুল বুরহানিয়া ১১/৫১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৭; আলবাহরুর রায়েক ৮/২৪; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৫
Leave Your Comments