প্রশ্ন এক ব্যক্তির স্টেশনারির দোকান রয়েছে। সেখানে সে কলম খাতা বিক্রির পাশাপাশি ফটোস্ট্যাটের কাজও করে থাকে। পরিচিত এক ভদ্রলোক তার দোকানের কোনো এক সাইডে নিজের কম্পিউটার নিয়ে বসতে চায়। সে কম্পোজের কাজ করবে। এজন্য স্টেশনারিওয়ালা তার সাথে এ মর্মে চুক্তি করেছে যে, কম্পোজের দ্বারা সে যত টাকা আয় করবে তার থেকে ৫০% তাকে দিতে হবে। হুজুরের কাছে জানতে চাচ্ছি, তার এ চুক্তি কি সহীহ আছে? এবং চুক্তি অনুযায়ী আয় থেকে ৫০% কি তাকে দিতে হবে?

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু পুঁজি ও কারবার যৌথ নয় এবং শ্রমও যৌথ নয় তাই এক্ষেত্রে লভ্যাংশ বণ্টনের পদ্ধতি সহীহ হয়নি। এক্ষেত্রে ভাড়া চুক্তিই করতে হবে। অর্থাৎ দোকানের ঐ স্পেস ব্যবহারের জন্য সে নির্ধারিত ভাড়া পরিশোধ করবে। আর কম্পিউটার থেকে যা আয় হবে সব ঐ ব্যক্তির হবে। সুতরাং তাদের কর্তব্য, উক্ত চুক্তি বাতিল করে দিয়ে সহীহভাবে ভাড়া চুক্তি করা।

 

-কিতাবুল আছল ৪/১৪২; আযযাখীরাতুল বুরহানিয়া ১১/৫১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৭; আলবাহরুর রায়েক ৮/২৪; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৪৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *