প্রশ্ন: এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির পক্ষ থেকে ঋন আদায়ের “কাফিল” তথা জামিন হলো। কিছু দিন পর “মাকফু আনহু” তথা যার দায়িত্ব নেওয়া হয়েছে ঋনের ভয়ে গা ঢাকা দিল। পরবর্তীতে কাফিল জানতে পারল যে, এ ঋন সদের উপর ছিল। ফলে তা দিতে অস্বীকার করছে। এখন ঋনদাতা কফিলকে সুদসহ ঋন আদায়ে বাধ্য করতে পারবে কি না?

উত্তর: প্রশ্নেবর্ণিত ঋনদাতা “কফিল” কে সুদসহ ঋন আদায়ে বাধ্য করতে পারবে না।

– সহীহ আল বুখারী- ১/৩৭৭, আদ্দুররুল মুখতার- ৫/১৬৫, আল বাহরুর রায়েক-৬/১২৩.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *