উত্তর :- সাধারণত চাদ দেখা প্রমাণিত হওয়ার জন্য দুজন পুরুষ বা একজন পুরুষ ও দুজন মহিলার সাক্ষ্য প্রয়োজন।
কিন্তু রমাযান এর ব্যতিক্রম। রমযানের চাদ দেখার ক্ষেত্রে একা একজনের সাক্ষীও গ্রহণযোগ্য। তাই কাজি সাহেব একজনের চাদ দেখার উপর ভিত্তি করে রোজা রাখার হুকুম জারি করতে পারবে।
ফাতাওয়া শামি – ২/৩৯১; ফাতাওয়া হিন্দিয়া – ২/২৫৯; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/১২৮।
Leave Your Comments