প্রশ্ন:- এক ব্যক্তি একত্রে একাধিক ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ আদায় করতে পারবে কি ?

উত্তর :- একজন  ব্যক্তি এক সফরে শুধু একজনের পক্ষ থেকে হজ আদায় করতে পারবে। একাধিক ব্যক্তির পক্ষ থেকে নয়। তাই বর্ণিত  ব্যক্তি একত্রে একাধিক ব্যক্তির হজ আদায় করতে পারবে না। যদি এমনটি করে তাহলে কারো হজই আদায় হবে না।

 

ফাতাওয়া শামি – ২/৬০১; আল হিদায়া- ১/২৯৭; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩২২; রাফাআত কাসেমি – ৫/১১৬; ফাতাওয়া দারুল ‍উলুম দেওবন্দ – ৬/৫৬৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *