প্রশ্ন:- এক ব্যক্তি ওমরার ইহরাম বেধেছে। কিন্তু কোন কারণ বশত ওমরা করতে বাধাগ্রস্ত হয়েছে। এখন তার করণীয় কি ?

উত্তর :- ওমরা কারী বাধাগ্রস্ত হলে হাদি যবাই করে হালাল হয়ে যাবে। আর পরবর্তীতে সুযোগ করে কাযা করে নিবে।

 

সুরা বাকারা – ১৯৬; সহিহ বুখারী – ১/২২৬; বাদায়েউস সানায়ে’ ৩/১৯৫; আল মুহিতুল বুরহানি – ৩/৪৬৪; আল বেনায়া – ৫/৩৬২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *