উত্তর :- শরয়ী দৃষ্টিতে উকিল যদি নির্দিষ্ট পণ্য ক্রয় করার পর টাকা বিক্রেতাকে পরিশোধের পূর্বেই হারিয়ে ফেলে। তাহলে এর দায়ভার তাকেই বহন করতে হবে। আর যদি মুয়াক্কিল পণ্য ক্রয় করার পর কাউকে উকিল বানিয়ে অর্থ পরিশোধ করার দায়িত্ব অর্পন করে। আর সে এ অর্থ হারিয়ে ফেলে। তাহলে এর জিম্মাদারি তাকেই নিতে হবে।
তাই প্রশ্নোক্ত সুরতে যেহেতু তাকেই পণ্য ক্রয়ের জন্য অর্থ সম্পদ সোপর্দ করা হয়েছিল। আর সে ঐ টাকাগুলো হারিয়ে ফেলেছে তাই এর দায়ভার ২য় ব্যক্তিকেই নিতে হবে।
ফাতাওয়া শামি- ১২/৩৩২; আল বাহরুর রায়েক – ৭/২৬৪; ফাতাওয়া হাক্কানিয়া – ৬/৩৫৯।
Leave Your Comments